ওয়াইফাই সিগন্যাল বাড়ানোর সবথেকে কার্যকরী উপায়
অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, আমার বাসা বা অফিসে আমি যেখানে থাকি সেখানে থেকে ওয়াইফাই রাউটার টা বেশ দূরে, আমার ফোনে ওয়াইফাই সিগন্যাল খুবই কম পায়, আমি কিভাবে আমার ফোনে ওয়াইফাই সিগন্যাল বাড়াতে পারি,
আবার অনেকেই বলেন, আমার বাসার একটু দূরেই অথবা পাশের বাড়িতে একই ওয়াইফাই রাউটার আছে কোন ভাবে আমি তার পাসওয়ার্ড জানি, কিন্তু সিগন্যাল খুব কম পায়, সেই ক্ষেত্রে কিভাবে পরিপূর্ণ সিগন্যাল আমি বাসায় বসে পেতে পারি,
আপনাদের এইসব সমস্যার সামাধান আজকে পেয়ে যাবেন, তাই অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।
অনেক সময় আমরা ইন্টারনেটে দেখে থাকি, ব্লেড দিয়ে কাটা চামচ দিয়ে অনেকেই ওয়াইফাই কাভারেজ বাড়িয়ে থাকেন,
কিন্তু বিশ্বাস করেন সবগুলাই ভুয়া,
ওয়াইফাই রেঞ্জ বাড়াতে হলে অথবা রাউটার থেকে একটু দূরে গিয়েও শক্তিশালী নেটওয়ার্ক পেতে হলে অবশ্যই আপনাকে ওয়াইফাই রিপিটার ব্যবহার করতে হবে, 600/700 টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো মানের একটা রিপিটার,
এটা খুবই কার্যকর এবং শক্তিশালী,
ধরে নিন আপনি যে বাসা তে থাকেন, সেখানে একটা ওয়াইফাই এর সিগনাল পাই কিন্তু খুবই স্বল্প পরিমাণের, অবশ্যই ওই ওয়াইফাই এর পাসওয়ার্ড টা না জানা থাকতে হবে, তারপর যদি আমি একটা রিপিটার কিনেন, তাহলে আপনার বাসাতেই আপনি ওই ওয়াইফাইয়ের পরিপূর্ণ নেটওয়ার্ক পাবেন, এবং 6/7 টা ডিভাইস খুব সুন্দর ভাবে
ইন্টারনেট ব্যবহার করতে পারবেন
আমার জানা মতে খুব কম দামে, ভালো রিপিটার MI কোম্পানির, এটা চাইলে আমি বাসায় বসেই অর্ডার করতে পারেন এবং ঘরে বসেই প্রোডাক্ট বুঝে নিতে পারেন।
MI কোম্পানির এই রিপিটার টি, অর্ডার করতে নিচের রেড কালার লেখার উপর ক্লিক করুন,
কিভাবে অর্ডার করতে হয় সেটা জানার জন্য এই ভিডিওটা দেখতে পারেন।
Contract number dan
kar number?