মেসেঞ্জার এর ৫ টি গোপন টিপস | 5 Useful Facebook Messenger Features-Messenger Tips And Tricks
1-Number
এক নাম্বার সেটিং টি করার জন্য আপনার মেসেঞ্জার ওপেন করে, প্রফাইল পিকচারের উপর ক্লিক করুন , স্কল ডাউন করে নিচের দিকে আসুন, দেখবেন এখানে প্রোফাইল অপশন, প্রোফাইলের নিচে দেখুন অ্যাক্টিভ স্ট্যাটাস,
এটা সব সময় চালু থাকে, আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন। সাধারণত আমরা যখন ইন্টারনেট কানেকশন চালু করি, তখন আমাদের বন্ধুরা আমাদেরকে ফেসবুকে একটিভ দেখতে পারে, কিন্তু এ সেটিং টা যখন বন্ধ করে রাখবেন, তখন আপনি অনলাইনে থাকলেও ফেসবুকে আপনাকে একটিভ দেখাবে না, এই সেটিং টি বিশেষ করে মেয়েদের জন্য খুবই উপকারী,
2-Numberদ্বিতীয় নাম্বার সেটিং টি করার জন্য আবারো প্রফাইল অপশনে ক্লিক করুন, আপনার প্রোফাইলে নামের নিচে দেখতে পারবেন ড্রাগ মুড অপশন, এই অপশনটি চালু করলেই আমার মেসেঞ্জারে চেহারা পরিবর্তন হয়ে কালো হয়ে যাবে, যারা স্বাস্থ্য সচেতন, তারা সেটিং চালু করে রাখতে পারেন, এটা চালু করে রাখলে আপনার চোখের উপর প্রভাব অনেক কম পড়বে। অনেক সময় ধরে যারা অনলাইনে থাকেন তাদের জন্য সেটিং কি খুবই দরকারি।
3-Numberদ্বিতীয় সেটিং চালু করতে পুনরায় সেটিং অপশনে চলে যান, একটু নিচের দিকে খেয়াল করুন, দেখবেন এখানে ইউজার নাম নামে একটা অপশন আছে, এটার উপরে যখন ক্লিক করবেন, তখন দুইটা অপশন দেখতে পারবেন, এডিট ইউজারনেম, কফি ইউজারনেম, আপনি চাইলে এডিট ইউজারনেম এ ক্লিক করে আপনার ইউজার নেম এডিট করে আমার মনের মত করে নিতে পারেন, তবে মনে রাখবেন অবশ্যই সেই ইউজার নেমটি খালি থাকতে হবে, আর কফি ইউজারনেম এ ক্লিক করে আপনার ইউজারনেম টি কঁপি করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, যারা আপনাকে ফেসবুকে খুঁজে পায়না, তাদেরকে ইমো সফতের অন্যান্য মাধ্যমে এই ইউজার নেমটি শেয়ার করবেন, তারা যখন এই ইউজার নেম এর উপর ক্লিক করলে সরাসরি আপনার আইডিতে নিয়ে চলে আসবে।
4-Number৪ নাম্বার সেটিং এর জন্য সেটিং অপশনে ক্লিক করুন, একটু নিচের দিকে আসুন, তারপর দেখবেন নোটিফিকেশন এন্ড সাউন্ড নামে একটা অপশন, অনেকেরই মেসেঞ্জারের ডিফল্ট সাউন্ড ভালো লাগেনা, তারা চাইলে এখান থেকে মেসেঞ্জারে নোটিফিকেশন সাউন্ড এবং রিংটোন সাউন্ড পরিবর্তন করতে পারেন, যারা মেসেঞ্জারে নতুন সাউন্ড পরিবর্তন করতে চান, এবং মেসেঞ্জারে নোটিফিকেশন সাউন্ড এবং রিংটোন সাউন্ড মনের মত সেট করতে চান এই সেটিং টি তাদের জন্য,
5-Numberএবার চলুন 5 নাম্বার সেটিং অর্থাৎ শেষ সেটিং টি দেখা যাক, এই সেটিং টি করার জন্য আপনারা সেটিং অপশনে চলে যাবেন, আবারো বলি প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন তখন যে অপশন আসবে সেটাই সেটিং অপশন, তো এখানে আসার পর স্কলডাউন করে একবারে নিচে চলে আসুন, দেখবেন এখানে একাউন্ট অপশন, প্রথমে দেখবেন সুইফট একাউন্ট, আমরা অনেকেই জানিনা একটা মেসেঞ্জারে একাধিক ফেসবুক আইডি ব্যবহার করা যায়। তো এই অপশনটিতে ক্লিক করে আপনার অন্যান্য ফেসবুক আইডি খোলা মেসেঞ্জারে অ্যাড করে নিতে পারেন,
বন্ধুরা আজকের টপিক আপনাদের কেমন লাগলো? এবং কত নাম্বার সেটিংস আপনার বেশি ভালো লাগলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন….! এবং এই সেটিং গুলা কিভাবে সেট করবেন, সেটা দেখার জন্য নিচে দেওয়া ভিডিওটি দেখতে পারেন। তাহলে আপনারা লাইভ বুঝে যাবেন এটা কিভাবে কাজ করে এবং কিভাবে চালু করতে হয়। এখনকার মত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।