|

IMO video call recorder ।। Bangla tutorial ।। 2020

IMO video call recorder ।। Bangla tutorial ।। 2020

ইমু অ্যাপ্লিকেশন ব্যবহার করেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর, 
প্রিয়জনের সাথে খুবই কম মেগাবাইট খরচ করে দূরে বসে ভিডিও এবং অডিও কলে কথা বলার একমাত্র জনপ্রিয় মাধ্যম ইমু অ্যাপ্লিকেশন।


আমার অনেক প্রবাসী বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছেন, ইমুতে কিভাবে ভিডিও কল রেকর্ড করা যায় সে বিষয়ে একটা ভিডিও তৈরি করতে, 


তো আজকে আপনারা জানতে পারবেন কিভাবে ইমুতে ভিডিও কলে কথা বলার সময় সেটা অডিও সহকারে রেকর্ডিং করে গ্যালারি অথবা মেমোরি কার্ডে সেভ করে রাখা যায়, 


বন্ধুরা এটা খুবই সহজ, সাধারন একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনারা ইমুতে কথা বলার সময় ভিডিও কলে কথা বলার সময় সেটা রেকর্ডিং করে রাখতে পারেন, 


প্রিয়জনের প্রিয় মুহূর্ত আপনি আপনার ফোনে রেকর্ডিং করে রেখে পরবর্তীতে সেটা দেখে উপভোগ করতে পারেন আপনার প্রিয়জনের প্রিয় মুহূর্ত, 


কিন্তু বিশেষ সতর্কবানী হচ্ছে এটা কেউ কখনো খারাপ কাজে ব্যবহার করবেন না, যদিও সেটা করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেল কোনোভাবেই তার দায় দায়িত্ব নিবে না। তাই খুবই সতর্কতার সাথে এই টিপসটি উপভোগ করুন, 


অনেকেই কাউকে ব্ল্যাকমেইল করার জন্য এটা করতে পারেন, কিন্তু সেটা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ, তাই সবাইকে রিকোয়েস্ট করব শুধুমাত্র প্রিয়জনের প্রিয় মুহূর্তগুলো ধরে রাখার জন্য আপনারা ইমুর ভিডিও কল গুলা রেকর্ডিং করবেন, 


কিভাবে ইমু ভিডিও কল রেকর্ড করবেন সেটার পূর্ণাঙ্গ টিউটোরিয়াল পেতে নিচে দেওয়া ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখা শেষ হলে ভিডিও নিশ্চয়ই এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেটাতে ক্লিক করে খুব সহজেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন।




বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এই লাল কালার ডাউনলোড লেখা উপর ক্লিক করুন তারপর সরাসরি গুগল প্লে স্টোর ওপেন হবে সেখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইন্সটল এবং ডাউনলোড করে নিতে পারেন,

ধন্যবাদ, সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *