টাইম সোয়েটারে হয়ে গেল অংশগ্রহণকারী কমিটি নির্বাচন-২০২০
টাইম সোয়েটারে হয়ে গেল অংশগ্রহণকারী কমিটি নির্বাচন-২০২০
আজ ১৬ জানুয়ারি ২০২০!! টাইম সোয়েটার লিমিটেড, কুতুবাইল কাঠেরপুল ফতুল্লা নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো দ্বিতীয় পিসি কমিটি নির্বাচন, (অংশগ্রহণ কমিটি নির্বাচন) খুবই শান্তিপূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়,
আজ ১৬ জানুয়ারি ২০২০!! টাইম সোয়েটার লিমিটেড, কুতুবাইল কাঠেরপুল ফতুল্লা নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো দ্বিতীয় পিসি কমিটি নির্বাচন, (অংশগ্রহণ কমিটি নির্বাচন) খুবই শান্তিপূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়,
নির্বাচনে সর্বমোট ১৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বিজয়ী নির্বাচিত হয়েছেন ৮ জন প্রার্থী। এদের মধ্যে আবার দুই জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, প্যাকিং এবং লিংকিন সেকশনে জামাল এবং লোকমান কোন প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচিত হয়েছেন।
টাইম সোয়েটার লিমিটেডের নবনির্বাচিত পিসি কমিটির সদস্যদের নাম এবং সেকশন নিচে দেয়া হল।
- (১) মনির হাওলাদার / নিংটিং,
- (২) জাহাঙ্গীর আলম / জ্যাকার্ড,
- (৩) মোঃ শামীম/ ওয়াস+আয়রন,
- (৪) আরজিনা আক্তার রিতা / ট্রিমিং+মেনিং,
- (৫) জামাল উদ্দিন / লিংকিং,
- (৬) জান্নাতুল / পিকিউসি+ফাইনাল,
- (৭) মোহাম্মদ লোকমান / প্যাকিং
- (৮) নার্গিস আক্তার / উইলিং,
SBANGLAPRO পরিবারের পক্ষ থেকে নব নির্বাচিত কমিটির সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল।