যেকোনো ওয়াইফাই ফ্রিতে ব্যবহার করুন .. shaw free wifi
আজকের টপিক এটি খুবই চমৎকার, তাই সবাইকে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন (shawpasspoint)
আমাদের ওয়েবসাইটে অথবা ইউটিউব চ্যানেলে যেসব বিষয়ে সব থেকে বেশি রিকোয়েস্ট আসে, তারমধ্যে ওয়াইফাই পাসওয়ার্ড বের করাটাই সব থেকে বেশি। প্রতিদিন আমরা এই ধরনের রিকোয়েস্ট আপনাদের কাছ থেকে পেয়ে থাকি। তারই পরিপেক্ষিতে আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করা । আজকে আমরা মূলত দেখাবো যে কিভাবে যেকোনো ওয়াইফাই পাসওয়ার্ড কি আর কোড স্ক্যানার এর মাধ্যমে আপনারা বের করতে পারবেন। এই কাজটি করার জন্য আপনার মোবাইল রুট করার কোন প্রয়োজন নেই, শুধুমাত্র আপনাকে দুই মিনিট সময় দিতে হবে তাহলে আপনি সাকসেসফুল ভাবে যে কারো ওয়াইফাই নেটওয়ার্ক সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন । ধরুন আপনার বন্ধুর মোবাইলে একটা ওয়াইফাই কানেক্ট করা আছে, আপনারা যে কোন এলাকা তে গেলে এমন কাউকে না কাউকে পেয়ে যাবেন যে তার ফোনে কোন না কোন ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করা আছে । প্রথমে তার মোবাইলটি আপনার হাতে নিতে হবে, তারপর সরাসরি চলে যাবেন সেটিং অপশনে, সেটিং অপশন থেকে চলে যাবেন ওয়াইফাই অপশনে । তার মোবাইলে যে নেটওয়ার্ক টি কানেক্ট করা আছে সেই নেটওয়ার্ক নামের পাশে দেখবেন একটা সেটিং এর আইকন সেখানে ক্লিক করবেন , (pret wifi)
তারপর যে পেজটি আসবে তার নিচে দেখতে পাবেন কিউআর কোড নামে একটা লিখা অপশন, সেখানে একটা ক্লিক করবেন
তারপর দেখবেন ওই ফোনের ওয়াই-ফাইয়ের কিউআর কোড শো করছে ঠিক নিচের ছবির মত।
এবার যা করতে হবে সেটা আপনার ফোনে করতে হবে, প্রথমেএখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে প্লেস্টরে তারপর এপ্লিকেশন পেয়ে যাবেন,
অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ডাউনলোড করে ইন্সটল করবেন ইন্সটল করার পর ওপেন করবেন, অ্যাপ্লিকেশনে কনফার্মেশন অথবা অ্যালাউ চাইলে সেগুলো সঠিকভাবে দিয়ে দিবেন।
অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর নিচের ছবির মত দেখতে পাবেন । ওখানে দেখবেন একদম উপরে ক্যামেরার অপশন আছে , ক্যামেরা অপশন এ ক্লিক করলে আপনার মোবাইলে ওই অ্যাপ্লিকেশন এর ভিতরে ক্যামেরাটা চালু হয়ে যাবে।
( mars wifi hotspot )
তারপর আপনার বন্ধুর মোবাইলে যে কিউআর কোডটি ওপেন হয়ে আছে তার সামনে আপনার মোবাইলের ক্যামেরা টি ধরুন, নিমিষেই দেখবেন ওই কিউআর কোডটি স্ক্যান করে ওই ওয়াইফাই এর পাসওয়ার্ড টা আপনার সামনে শো করবে ঠিক নিচের ছবির মত ।
এখন আপনি এই পাসওয়ার্ডটি আপনার ফোনে দিলেই ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে, আপনি চাইলে আপনার বন্ধুর ফোন থেকে প্রথমে যে ভাবে বলেছি ওই ভাবে যখন কিউআর কোডটি শো করাবেন, তখন সেটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যেকোনো কৌশলেই স্ক্রিনশটটি আপনার ফোনে আপনি পাঠিয়ে দিবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা ইমুর মাধ্যমে, তারপর আপনার সুবিধা মত যেকোন সময় আপনার ফোন থেকে আমি যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে বলেছিলাম সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিচের ছবিতে যে গ্যালারি অপশন আছে সেখানে ক্লিক করে ক্লিয়ার করতে খুব সহজে স্ক্যান করে ওয়াইফাই পাসওয়ার্ড বের করে খুব সহজে সেটা ব্যবহার করতে পারবেন ।
এরপরও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অনুগ্রহ করে নিচের ভিডিওটি দেখুন ।
আশাকরি সম্পন্ন বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এরপরো বুজতে কোথাও কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের এই পোস্টটি শেয়ার করবেন। আপনাদের সুস্থতা কামনা করে এখনকার মত বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ ।
We’ve all been there: you’re in a rush or not sure which place has free wifi and you don’t want to go on a scavenger hunt throughout the city every time you need to connect! Instabridge is here to save you the hassle of asking for the wifi password everywhere you go. The offline…
কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখুন মাত্র 30 সেকেন্ডেবন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফোনে কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড আপনি দেখবেন, এখানে প্রশ্ন থাকতে পারে ফোনে তো কানেক্ট করা আছে তো কেন পাসওয়ার্ড দেখতে হবে, অনেক সময় হয় কি আমরা আমাদের নিজেদের পাসওয়ার্ড ভুলে যাই, অথবা আমাদের বন্ধুর ওয়াইফাই আমরা ব্যবহার করি তারা আমাদেরকে পাসওয়ার্ড…
Free wifi on facebook?? Find WiFi option on Facebook ! Free wifi একটি iPhone-এ ফ্রি এবং পাবলিক Wi-Fi খুঁজে পেতে: Facebook অ্যাপ থেকে, নিচে -এ ট্যাপ করুন। সেটিংস এবং প্রাইভেসি-তে ট্যাপ করে Wi-Fi খুঁজুন-এ ট্যাপ করুন। আপনার কাছাকাছি থাকা যে ব্যবসাগুলো ফ্রি এবং পাবলিক Wi-Fi-এর অফার করে সেই ব্যবসাগুলোর লিস্ট দেখুন বা আরও তথ্যের জন্য একটি ব্যবসায়…
বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা এপ্লিকেশন এর সাহায্যে আমি যেকোনো কানেক্ট করা ওয়াইফাই পাসওয়ার্ড দেখে নিবেন তাও মাত্র 10 সেকেন্ডে, এটা 100% কাজ করে আমি তার গ্যারান্টি দিচ্ছি, এটা হচ্ছে পৃথিবীর একমাত্র সহজ মাধ্যম। মাধ্যম দ্বিতীয় টি আর আছে বলে আমার জানা নেই। এ কাজটি করতে গেলে আপনার ফোন রুট করার কোন প্রয়োজন…
HOW TO HIDE WIFI SIGNAL IN NOTIFICATION PANEL !! USE HIDING WI-FI IN BANGLA STATUS BAR BRIGHTNESS & VOLUME – Easily change brightness and volume just by swiping along the status bar– Includes: Brightness control as well as music/media, ring, notification, voice call and alarm volumes– Able to automatically detect the type of sound playing….