ইসলামী আন্দোলনের নায়েবে আমীরের জ্বালাময়ী ভাষন

ইসলামী আন্দোলনের নায়েবে আমীরের জ্বালাময়ী ভাষন

বাগেরহাট প্রতিনিধি: মোহাম্মদ নুর ইসলাম
গতকাল ০৬/০৩/২০২০ তারিখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঢাকা জেলার পহ্ম থেকে আয়োজিত ভারতে মুসলিম হত্যা অগ্নিসংযোগ ও নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ বাতিলের দাবীতে এক মহা সম্মেলনের আয়োজন করে। সেখানে বাংলাদেশ ইসলামী আন্দলোনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা বক্তব্য দেন। সেখানে প্রধান অথীতির বক্তব্যে ইসলামী আন্দোলনের নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম শায়েখ চরমৌনায় বলেন খুনি মুদি এদেশে আসতে পারবেনা তাকে আসতে দেওয়া হবে না। আমরা তার ইতিহাস জানি সে যখন পাঞ্জাবের মূক্ষ্যমন্ত্রী ছিল তখন তাকে সবাই খুনি মুদি হিসাবে চিনতো। শুধু আমরা নয় যেখানে বিশ্বের সমস্ত বিচহ্মন নেতারা জানে যে আমাদের সবার নেতা জননেতা সেখ মুজিবুর রহমান সাহেবকে যখন খুন করা হয়েছিলো সেখানে ভারতের উস্কানিতেই খুন করা হয়েছিলো এবং সেই খুনে ভারতের কালো হাতই ছিল বেশী শক্তিশালী। আর আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনাকে বলতে চায় যারা সেখ মুজিবুর রহমান সাহেবকে ভালোবাসে তারা কখনোই সেই ভারতের প্রধানমন্ত্রীকে সেখ সাহেবের জন্মশতবার্ষিকীতে দাওয়াত দিয়েছেন সেটা কখনোই সারা সহ্য করবে না। এমনকি সমসময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মুদির উস্কানিতে তার চেলাফেলারা যেভাবে ভারতের মুসলিমদেরকে হত্যা করতেছে মুসলিমদের বাড়ীঘর মসজিদ সহ যেভাবে আগুনি পুড়িয়ে ফেলতেছে সেই মুদিকে বাংলাদেশের ইসলাম প্রিয় জনতা দেখতে চায়না। সেখ হাসিনা আমি আপনাকে বলতে চায়, আপনার যদি সুবুদ্ধি উদয় হয় তাইলে যেন আপনি তার দাওয়াত ক্যান্সেল করে দেন না হলে ১৬/১৭ তারিখে আপনি সহ নরেদ্র মুদি সবাই অপমানিত হবেন। বিঃ দ্রঃ এই বিষয়ের সমস্ত ভিডিওগুলা আপনারা ইউটিউবে গেলে ও দেখতে পারবেন সেখানে ইসলামী আন্দোলনের নায়েবে আমীর সহ বাংলাদেশের সকল হক্কানী উলামায়ে একরাম কিভাবে বক্তব্য দিয়েছেন।

Similar Posts