এলাকাবাসীর বাধার মূখে (যুদ্ধাবস্থা) করোনা রোগীর লাশের জানাজা পড়ালেন থানা পুলিশ।
এলাকাবাসীর বাধার মূখে (যুদ্ধাবস্থা) করোনা রোগীর লাশের জানাজা পড়ালেন বগুড়বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ। বগুগড়ার শিবগঞ্জে করোনা আক্রান্ত বৃদ্ধের লাশ এলাকাবাসীর বাধার মূখে প্রবেশ করতে পারেনি, অবশেষে এলাকা থেকে ২ কিলোমিটার দূরে নির্জন জায়গায় তার জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়, জানাজার সময় আসেনি পরিবারের কেউ,কবর খুড়তে বা জানাজা পড়াতে আসেনি কোনো মৌলবী। অবশেষে পুলিশের এসআই মুস্তাফিজ এবং এসআই আহসান কবর খুড়েন, জানাজা পড়ান কনস্টেবল কামরুল,সার্বিক অবস্থার দিকনির্দেশনা দেন ওসি মিজানুর। স্যালুট জানাই শিবগঞ্জ থানার পুলিশ টীমকে, যেখানে আপনজন জীবনের ভয়ে দূরে চলে গিয়েছে, সেখানে আপনারা জীবনের পরোয়া না করে জানাজা দিয়েছেন