কোরআন শরীফ নবীজির চুল পাওয়া যাচ্ছে || জেনে নিন আসল সত্য

কোরআন শরীফ নবীজির চুল পাওয়া যাচ্ছে || জেনে নিন আসল সত্য

আসসালামু আলাইকুম,
গত কয়েকদিন ধরে, ফেসবুক ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনায় ভরপুর।। অনেকেই পবিত্র কোরআন শরীফে চুলের মত কিছু একটা পাচ্ছন ।। কেউ কেউ আবার মন্তব্য করেছেন এই ছবির ভিজিয়ে খেলে সব ধরনের রোগ ভালো হবে।। এমনকি করোনাভাইরাস ও ভালো হয়ে যাবে।। আজকে আমি বাজারে গিয়ে সাত দোকানে বসে ছিলাম একটু চা খাওয়ার জন্য,
তখন দেখলাম প্রতিটা চায়ের দোকানে একই ধরনের আলোচনা, কিছুক্ষণ পরে বাসায় চলে আসলাম এবং এই বিষয়টা নিয়ে রিচার্জ করতে শুরু করে দিলাম।। কারণ মনে ছিল প্রবাল সন্দেহ, এর আগে কখনোই আমরা এই ধরনের ঘটনা কোন আলেমদের মুখে শুনি নাই, পৃথিবীতে যা কিছু ঘটবে এবং ঘটেছে সবকিছুই কোরানে উল্লেখ করা আছে, হাজার হাজার বছর আগে মহান আল্লাহ পাক নবী-রাসুলদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে কি হতে পারে এবং কি হবে।। তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে আমরা একজন হুজুরের বক্তব্য শুনে নি, বক্তব্যটি শুনতে নিচের ভিডিও লিংকে ক্লিক করুন এবং ভিডিওটি দেখে নিন তাহলেই পুরো বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে,

বন্ধুরা এই ভিডিওটি ইউটিউব থেকে সংগ্রহ করা, তাই এই ভিডিও সমস্ত দায়-দায়িত্ব ওই ইউটিউব চ্যানেলের।।