গোপনে দাফন করা হচ্ছে লাশ, ভিডিও ভাইরাল
খিলগাঁও তালতলা কবরস্থান। তখন পশ্চিমের আকাশের প্রায় সূর্যটা ডুবতে বসেছে। কোথাও কেউ নেই। নীরবতা ভেঙ্গে পাঁচজন ব্যক্তি কবরস্থানের ঝিলপাড়ের প্রান্তে গিয়ে নেমেছেন। প্রত্যেকের পরনে ছিলো পিপিই। অ্যাম্বুলেন্স থেকে একটি স্ট্রেচারে করে সাদা কাফনে মোড়ানো নামানো হচ্ছে একটি লাশ। নেই স্বজনদের কান্না। নেই মানুষের ভীড়। এই যেনো এক অচেনা পরিবেশ। এমন পরিবেশে কবরস্থানের ইমাম ও উপস্থিত আটজন মিলে পড়েন জানাজা । জানাজা শেষে স্ট্রেচারে করে মৃতদেহটি কবরের কাছে নেন তারা।