পুলিশ হাতের লাঠি ফেলে দেওয়ার সাথে সাথে বীর বেশে দাপিয়ে বেড়াচ্ছে জনগণ
পুলিশের কঠোরতার বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ব্যাপক চিৎকার চেঁচামেচির ফলে মহাপরিদর্শকের নির্দেশে পুলিশ এখন সফটলাইনে অবস্থান করছে।
মানে লাঠি ফেলে দিয়ে অনুরোধ কাকুতি মিনতির আশ্রয় নিয়েছে। এতে পাব্লিক খুবই হ্যাপি। থোরাই কেয়ার করে বীর দর্পে দাপিয়ে বেড়াচ্ছে।
ফলশ্রুতিতে দেশ তার চিরচেনা প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। এজন্য অনলাইনের মায়াবান, মায়াবতী এক্টিভিস্ট এবং কতিপয় সাংবাদিক ( অনেক চ্যানেল নিউজ পেপারই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতার পক্ষে ছিল) ভাইবোনদের বিনম্র ধন্যবাদ।
আপনারা এই মহানুভবতাবোধ না দেখালে এই রূপ দেশের হতো না, কোনো মতেই না।
ছবিটি আজকের রাজশাহী শহরের ছবি।