বাগেরহাটে ওলামা সম্মেলন !! কাদিয়ানীদের তওবা করার আহ্বান
![]() |
বাগেরহাট প্রতিনিধি: মোহাম্মদ নুর ইসলাম |
আসসালামু আলাইকুম ওয়া’রহমাতুল্লহি ওয়া’বারাকাতুহু। ০৩.০৩.২০২০ তারিখ রোজ মজ্ঞলবার স্থানীয় ফকিরহাট সরকারি কলেজ মাঠে বাগেরহাট জেলা ওলামা পরিষদের পহ্ম থেকে এক বিরাট তাফসিরুল কুরয়ান মাহফিলের আয়োজন করা হয় উক্ত মাহফিলে প্রধান অতিথী হিসাবে মূল্যবান তাফসির পেশ করেন দেশবরণ্য আলেমে দ্বীন যুবকদের হ্রিদয়ের মনি তরুণ্যের অহংকার জনাব হযরত মাওলানা মুফতী রেজওয়ান রফিকী সাহেব ঢাকা বিশেষ অতিথী হিসাবে আলোচনা করেন দহ্মিন বাংলার সূর্যসন্তান উস্তাজুল আসাতিজ শায়খুল হাদীস জনাব আলহাজ্ব হযরত মাওলানা নাসিরুদ্দিন যুক্তিবাদী গোপালগঞ্জ ফকিরহাট দারুল উলুম ইসলামপুর মাদ্রাসার সুনামধন্য মোহতামিম আলহাজ্ব হাফেজ হযরত মাওলানা মোঃ জাকারিয়া সাহেব ও বাগেরহাট জেলা উলামা পরিষদের উলামায়েকেরাম সহ প্রমুখ।
উক্ত মাহফিলে মুফতী রেজওয়ান রফিকী সাহেব ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদিকে লহ্ম করে বলেন তুমি মুসলিমদের শত্রু তুমি সারা বিশ্বের মানুষদের কাছে এখন একজন খুনি হিসাবে পরিচিত তাই এই বাংলার জমিনে মুজিববর্ষে তোমাকে বাংলার তৌহিদী জনতা দেখতে চায় না। তিনি আরো বলেন হে নরেদ্র মোদি তুমি আমরা খেয়ে থাকি গরুর গোস্ত আর তোমরা খেয়ে থাকো গরুর প্রস্রাব কারন তোমরা গরুকে মা বলে পূজা করে থাকো অতএব তোমরা গরুর বাচ্চা আর গরুর বাচ্চাকে হাজার বছরের স্রেষ্ঠ বাজ্ঞালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০.তম জন্ম বার্ষিকীতে তোমাকে আমরা দেখতে চায় না বাংলার ১৬ কোটি মানুষ দেখতে চায় না। তিনি কাদিয়ানীদের লহ্ম করে বলেন হে গোলাম আহমদ কাদিয়ানীর ভক্তরা তোমরা এখনো সময় আছে তওবা করে আল্লাহর পথে ফিরে আসো না হয় আমরা তোমাদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছি সেটা শেষ পর্যন্ত সংসদে আঈনপাশ করেই নিস্তার হবো ইনশাআল্লাহ। সেই সাথে সাথে পুরা মাঠ কাফের কাফের কাদিয়ানীরা কাফের ধ্বনীতে মুখরিত হয়ে ওঠে। তিনি 14/03/2020 তারিখ শনিবার সকাল ৯.০০ টায় খুলনাতে আল্লামা শাহ আহমদ শফী সাহেব দাঃ বাঃ এর আগমনে কাদিয়ানীদেরকে নিয়ে এই সমাবেশে সকলকে উপস্থিত হয়ে আমীরে হেফাজতের হাতকে আরো শক্তিশালী করার জন্যে সবাইকে আহবান জানিয়ে বিদায় নেন।