হিন্দুর লাশ কাঁধে মুসলমান যুবকরা || করোনা ভয়ে আত্মীয়-স্বজন সবাই দূরে সরে গেল

হিন্দুর লাশ কাঁধে মুসলমান যুবকরা || করোনা ভয়ে আত্মীয়-স্বজন সবাই দূরে সরে গেল


করোনাভাইরাসের সংক্রমণে সাধারণ মৃত্যু ঘিরেও তৈরি হচ্ছে সন্দেহ। করোনাভাইরাসের ভয়ে অনেক মৃতদেহের কাছে যাচ্ছেন না অনেকেই। এবার বার্ধক্যজনিত হিন্দু বৃদ্ধের মরদেহ ঘিরে ঘটল এমন ঘটনা। মৃত্য হওয়া বৃদ্ধের কোনো আত্মীয়-স্বজন, প্রতিবেশী সৎকারে এগিয়ে না এলেও তার মরদেহ কাঁধে তুলে নিয়েছেন মুসলিমরা। ভারতে উত্তরপ্রদেশের বুলন্দশহরে ঘটেছে এমন ঘটনা। এখানকার বাসিন্দা রবিশংকরের বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু হয়। রবিশংকরের প্রতিবেশীরা মনে করেছিলেন করোনাভাইরাসেই বুঝি মারা গেছেন তিনি। তাই সৎকার তো দূরে থাক, মরদেহ দেখতে আসেননি প্রতিবেশীরা। আত্মীয়-স্বজনরাও করোনার ভয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলেন রবিশংকরের শোকাহত পরিবারের কাছ থেকে। রবিশংকরের পাড়ার পাশেই রয়েছে মুসলিম অধুষ্যিত এক এলাকা। রবিশংকরের মৃত্যুর খবর পেয়ে এ পাড়ার কিছু যুবক ছুটে আসেন। তারা দেখেন রবিশংকরের মরদেহ শ্মশানে নেওয়ার মতো লোক নেই। এরপর তারাই রবিশংকরের মরদেহ কাঁধে নিয়ে সৎকার করতে নিয়ে যান। জয়নব সিকান্দার নামের এক ব্যক্তি টুইটারে সংক্ষেপে এ ঘটনা লেখেন। এরপর থেকে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।….

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *