অভিনেত্রী উর্বশী নিজের গোসলের ভিডিও শেয়ার করলেন, মুহূর্তেই ভাইরাল!

লকডাউনে ঘরবন্দী হয়ে অনেকেই এখন সময় কাটাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এ লকডাউনে অনেক বলিউডের তারকারাও নানা রকম পোস্ট করে ভক্তদের মাতিয়ে রেখেছেন। আনন্দ ছড়াচ্ছেন সকলের মাঝে। একঘেয়েমি দিন চমকপ্রদ করতে আসছেন লাইভ আড্ডাতেও।
তার ভিড়ে আবেদনময়ী অভিনেত্রী উর্বশী রাউতেলা ছাড়লেন গোসলের এক ভিডিও। সেটি রীতিমতো সর্বত্র ভাইরাল এখন।
নিজের ইনস্টাগ্রামের প্রোফাইলে উষ্ণ ছবি বা ভিডিও পোস্ট করে প্রায়ই বিতর্ক ছড়ান এ আবেদনময়ী অভিনেত্রী। এবারও তিনি গোসলের ভিডিও পোস্ট করলেন। তার একটি মিউজিক অ্যালবামের ভিডিও এটি। এই ভিডিও শেয়ার করে অভিনেত্রী সকলকে ধন্যবাদ জানান।
এই ভিডিওটি ইতিমধ্যে প্রায় ৬০০ মিলিয়ন ভিউ পেয়েছে এবং ইনস্টাতেই ১ লক্ষ ছাড়িয়েছে ভিউয়ের সংখ্যা।
এদিকে আইডি হ্যাকিংয়ের শিকার হলেন উর্বশী। টুইট করে এই নিজেই জানিয়েছেন, ‘আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। দয়া করে কোনো মেসেজ বা পোস্টের জবাব দেবেন না। কারণ, আমি বা আমার দলের কেউ ফেসবুকে কিছু পোস্ট করছি না।’
উর্বশীর অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্ট হওয়ার পরেই এই অভিনেত্রী বুঝতে পারেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ নিয়ে তিনি পুলিশে অভিযোগও দায়ের করেছেন।
এদিকে মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার পুলিশ সেল বিষয়টির তদন্ত করছে, শীঘ্রই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে অভিনেত্রীকে আশ্বাস দিয়েছেন।

Similar Posts