|

অসহায় দুঃস্থ দুঃখী ও দরিদ্র মানুষের পাশে দাড়ান – এদেরকে সাহায্যর হাত বাড়িয়ে দিন।

না'সর গ্রুপ,
না’সর গ্রুপ, 

একটি গল্প বলি,একজন ভদ্র মহিলাকে যখন এক প্যকেট খাদ্য সামগ্রী দেয়া হলো, সে ছল ছল চোখে শুধু বলল ২ দিন যাবৎ ঘরে রান্না হয়নাই।লজ্জায় কাউকে কিছু বলতেও পারিনাই।এর বেশি সে কিছু বলতে পারলনা শুধু ওড়না দিয়ে মুখটি ঢেকে চলে গেল।গল্পটি সত্য,আমি এর স্বাক্ষী। আপনাদের সহযোগিতায় এরকম অনেক পরিবারের মাঝে আমরা কিছুটা হলেও খাবারের ব্যবস্থা করতে পারছি।


আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানীতে আজকে কুতুবপুর ইউনিয়নের খানকা মসজিদ এলাকা,ইয়াদ আলী মাসজিদ এলাকা, হাজী গনি মিয়া মসজিদ এলাকা, ইসদাইর বুড়ির দোকান, শান্তিবাগ, সস্থাপুর,সুগন্ধা এলাকায় আরো ৪০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। 

যারা এসময় সবচেয়ে বেশি অসহায়ঃ

১।চায়ের দোকানী 
২।কামলা শ্রেনী (ইট, বালু টানার লেবার)
৩।রাজমিস্ত্রী, জোগালী
৪।বাসের,ট্রাকের হেল্পার
৫।ছোট ছোট দোকানী 
৬।অটো/ভ্যান /রিক্সাওয়ালা
এরকম লিস্ট করে আমরা খাদ্য পৌছানোর ব্যবস্থা করছি।


আমাদের এই সাদাকাহ কার্যক্রমে অংশ গ্রহণ করতে নিম্নোক্ত নাম্বারে আপনারা আপনাদের দান বা সাদাকাহ পাঠাতে পারেনঃ

বিকাশঃ
১)01911406932(personal)
২)01677220746(personal)
৩)01676590888(personal)
৪) 01916488808(personal)
রকেটঃ
১)01911406932(3)


দয়া করে টাকা পাঠানোর সময় রেফারেন্সে ‘সাদাকাহ’ লিখবেন।
কৃতজ্ঞতাঃ হাদী ভাই,শান্ত ভাই, মনির ভাই সহ সকলকে যারা এই সাদাকাহ প্রযেক্টের সাথে যুক্ত।

না'সর গ্রুপ,
না’সর গ্রুপ, 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *