ইতালিতে বাংলাদেশি পাষণ্ড বাবা মেয়েকে জবাই করে ছেলেকেও হত্যার চেষ্টা!
ইতালির আরেচ্ছো শহরের লিভান্তে বসবাসকারী প্রবাসী বাংলাদেশী পাষণ্ড বিল্লাল মিয়া তার ৫ বছরের মেয়েকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। এসময় বিল্লাল মিয়ার ৮ বছরের ছেলেও আহত হয়েছে।
আসামি বিল্লাল মিয়ার বাড়ি কুমিল্লার হোমনার কাগাত্তা বিষ্ণুপুরে।
ঘটনা সূত্রে জানাগেছে, নিহত শিশুর মা দোকানে কেনাকাটা করতে গেলে এ সুযোগে এই ঘটনা ঘটে। তবে কি কারণে এ খুন সে বিষয়ে সাংবাদিক ও পুলিশ কর্মকর্তারা ঘটনার তদন্ত করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ কন্যাকে জবাই করে লাশ বাসা থেকে নিচে ফেলে দেন বিল্লাল। পাশের বিল্ডিং থেকে জনৈক ইতালিয়ান দেখেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে, সেই সাথে আসামী বিল্লালকে পুলিশ গ্রেপ্তার করে থানা হাজতে নিয়ে যায়। তবে স্থানীয়রা ধারনা করছেন, করোনায় ক্ষতিগ্রস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ায় এমন কাণ্ড ঘটিয়েছে।
এদিকে নিহতের মা ও ভাইকে পুলিশের হেফাজতে নিরাপত্তায় রাখা হয়েছে বলে জানা যায়।