কিশোরী ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাক মেইলের দায়ে চার যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাঠিয়ারপাড়া থেকে কিশোরী ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাক মেইলিংয়ের দায়ে চার যুবককে আটক করেছে র‌্যাব। 
রোববার (১৯ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেঃ জেলার গোমস্তাপুর উপজেলার কাঠিয়ারপাড়া গ্রামের কামরুল ইসলামের ছেলে মো. নিশান আলী (২২), একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম ওরফে জনি (২১), দুরুল ইসলামের ছেলে শামীম রেজা (২২) ও মো. সেন্টুর ছেলে হিমেল (২৩)। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ নিজ বাড়ি থেকে ওই চারজনকে আটক করা হয়।
র‌্যাব জানায়, কয়েক মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক কিশোরীকে ধর্ষণ করে নিশান আলী এবং ওই ধর্ষণের ভিডিও ধারণ করে তার তিন বন্ধু।

পরে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের হুমকি দিয়ে চারজন মিলে অনেকবার ওই কিশোরীকে ধর্ষণ করে। পাশাপাশি নগদ অর্থও আদায় করে। এক পর্যায়ের বিষয়টি নিয়ে ওই কিশোরীর পরিবার র‌্যাবের সঙ্গে যোগাযোগ করেন। এর প্রেক্ষিতে রবিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে চার জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইলফোন, ল্যাপটপ ও পেনড্রাইভ জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Similar Posts