জেনে নিন সালাতুত তাসবীহ পড়ার নিয়ম || হাফেজ মোহাম্মদ নুর ইসলাম
মনে রেখ! সালাতুত তাসবীহ্ শুধু সবে বরাতের জন্য নির্দিষ্ট নয়. কেউ যদি কোন রাতে আদায়ের আগ্রহী হন. তাহলে চলুন! ফজিলতও নিময় সম্পর্কে জেনে নিন্بسم اللہ الرحمن الرحیم
[আসুন! শিখতে হলে জেনে নিন]
সালাতুত তাসবীহ্ এর ফজিলত
আল্লাহর রাসূল (সাঃ) আপন চাচা হযরত আব্বাস (রাঃ)কে অত্যন্ত গুরুত্ব সহকারে বললেন যে, চাচা! এই নামাজ (সালাতুত তাসবীহ্) যদি পারেন দৈনিক এক বার, না হয় সপ্তাহে একবার, না হয় মাসে এক বার, না হয় বছরে একবার, না হয় অন্তত জীবনে এক বার হলেও পড়বেন। এই নামাজ পড়লে সারা জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়. সুবহানাল্লাহ। (আল-হাদীস)
সালাতুত তাসবীহ্ পড়ার নিয়ম
[এক নিয়তে চার রাকাত]
سبحن اللہ والحمد للہ ولا الَہ الا اللہ واللہ اکبر
(দোয়াটি প্রতি রাকাতে ৭৫ বার, চার রাকাতে ৩০০ বার পড়তে হয়)
-নামাজের ১ম রাকাতে
১। ছা-না পাঠের পর দোয়াটি ১৫ বার
২। রুকুতে যাওয়ার আগে ১০ বার
৩। রুকুর তাসবীহ্ পড়ার পর ১০ বার
৪। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ১০ বার
৫। ১ম সিজ্দার তাসবীহ্ পড়ার পর ১০ বার
৬। দুই সিজ্দার মাঝে সোজা হয়ে বসে ১০ বার
৭। ২য় সিজ্দার তাসহীহ্ পড়ার পর ১০ বার
-২য় রাকাত
১। দাঁড়িয়ে ১৫ বার
২। রুকুতে যাওয়ার আগে ১০ বার
৩। রুকুর তাসবীহ্ পড়ার পর ১০ বার
৪। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ১০ বার
৫। ১ম সিজ্দার তাসবীহ্ পড়ার পর ১০ বার
৬। দুই সিজ্দার মাঝে সোজা হয়ে বসে ১০ বার
৭। ২য় সিজ্দার তাসহীহ্ পড়ার পর ১০ বার
-৩য় রাকাত
১। দাঁড়িয়ে ১৫ বার
২। রুকুতে যাওয়ার আগে ১০ বার
৩। রুকুর তাসবীহ্ পড়ার পর ১০ বার
৪। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ১০ বার
৫। ১ম সিজ্দার তাসবীহ্ পড়ার পর ১০ বার
৬। দুই সিজ্দার মাঝে সোজা হয়ে বসে ১০ বার
৭। ২য় সিজ্দার তাসহীহ্ পড়ার পর ১০ বার
-৪র্থরাকাত
১। দাঁড়িয়ে ১৫ বার
২। রুকুতে যাওয়ার আগে ১০ বার
৩। রুকুর তাসবীহ্ পড়ার পর ১০ বার
৪। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ১০ বার
৫। ১ম সিজ্দার তাসবীহ্ পড়ার পর ১০ বার
৬। দুই সিজ্দার মাঝে সোজা হয়ে বসে ১০ বার
৭। ২য় সিজ্দার তাসহীহ্ পড়ার পর ১০ বার
وماتوفیقی الا باللہ