দুই নারীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় পুলিশ সদস্য আটক
সিলেট নগরীর লালবাজার হোটেল আলী থেকে দুই যুবতীসহ সাবেক এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।
জানা গেছে, হোটেল আলী’তে অসামাজিক কাজে লিপ্ত থাকায় স্থানীয় ব্যবসায়ীরা খবর পেয়ে তাদের ৩ জনকে আটক করেন।
আজ রোববার (১৯ এপ্রিল) রাত ৮টায় তাদেরকে এসএমপির কোতোয়ালী থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতদের মধ্যে দুই যুবতী ছাড়াও বরখাস্তকৃত এক পুলিশ সদস্য রয়েছেন। তার নাম জাহাঙ্গীর আলম। সে ঠাকুরগাঁও জেলার সদর থানার রায়পুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। খুলনা ইন্ড্রাস্টিয়াল পুলিশে কর্মরত ছিলেন বলে জানান তিনি। সেখান থেকে ২ বছর আগে তাকে বরখাস্ত করা হয়।