ফের বাবা হচ্ছেন সর্বকনিষ্ট টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুল

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার মোহাম্মাদ আশরাফুল
টেস্ট ক্রিকেটের অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন।

মোহাম্মদ আশরাফুল নিজেই জানিয়েছেন এই সুখবর। দিনক্ষণও জানিয়ে দিলেন তিনি। মে মাসের শেষ দিকে পৃথিবীর আলো দেখার সম্ভাবনা রয়েছে তার নতুন অতিথির। ঈদ-উল ফিতরের আগে কিংবা পরে পড়তে পারে সময়টা।

দু’তিনদিন আগেই দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় সন্তানের মুখ দেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদও। এবার একই সুখবর দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, সর্বকনিষ্ট টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলও।

মোহাম্মদ আশরাফুল বলেন, করোনায় লকডাউনের কারণে পুরোপুরি ঘরেই বন্দী রয়েছি। তবে, রমজান মাস এসে যাওয়া এবং ঘরে নতুন অতিথির আগমন উপলক্ষে সময়টা একটু ভিন্নভাবেই কাটছে। সবার কাছে দোয়া চাই যেন, দ্বিতীয় সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসে।

২০১৫ সালের ১১ ডিসেম্বর প্রিয়তম তাসলিমা আনিশা অর্চির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আশরাফুল। ২০১৬ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান। কন্যা সন্তানের নাম রাখা হয় আরিবা তাসনিম আশরাফুল। 

করোনার জেরে সৃষ্ট অবস্থায় বাড়িতেই সময় কাটাচ্ছেন আশরাফুল। ব্যস্ততা না থাকায় মেয়ে আরিবাকে সঙ্গ দিচ্ছেন তিনি।


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *