ব্যবহার করা PPE পাঠিয়েছে চীন || ব্যবহারে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা
গতকাল থেকে ফেসবুকে একটাই খবর বিভিন্ন আইডি থেকে এবং ফেসবুক গ্রুপ থেকে ভাইরাল হয়, সেখানে দাবি করা হচ্ছে কিছুদিন আগে চীন থেকে বাংলাদেশে যে চিকিৎসা সরঞ্জাম এসেছে , সেগুলো ব্যবহার করা। এসব সরঞ্জাম ব্যবহারে হতে পারে মারাত্মক ধরনের স্বাস্থ্যঝুঁকি ।। যদিও খবরের সত্যতা এখনো পাওয়া যায়নি ।। সেই ভাইয়ের ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো।
জীবন ফেয়ার না জানি, কিন্তু দূর্যোগে মানুষের মানবিক দিকটাই সামনে এগিয়ে আস বলে বিশ্বাস করতে ভালো লাগে। এই PPE চীন থেকে এসেছে। উপজেলা লেভেলে এগুলো পাঠানো হয়েছিল। সেখানে প্যাকেট খুলে বের করার পর এর গায়ে এমন দাগ পাওয়া গেছে। এখানের যে লোগো টা আছে সেটা আবার একটা কানাডার ব্র্যান্ড, কিন্তু বের হয়েছে চীনের প্যাকেট থেকে। ধরে নিলাম, কানাডার তৈরী PPE আমাদের জন্য পাঠিয়েছে চীন, কিন্তু এই দাগ? দাগসহ এই দূর্যোগে কাজ করতেও সমস্যা নেই ধরে নিলাম, কিন্তু এগুলো যদি ইউজড হয়? যদি ঠিকঠাকমতো ক্লীন না হয়? যদি জার্ম থাকে? নেদারল্যান্ড ও জার্মানী চীনের পাঠানো জি
নিশপত্র ফেরত দিয়েছে, এসব কারণেই হয়ত দিয়েছে, আমরা কি করব জানিনা।
কিন্তু এই জিনিসের সঠিক তদন্ত হওয়া প্রয়োজন, অবশ্যই খুব দ্রুত প্রয়োজন, এবং একটা সিদ্ধান্তে পৌছানো দারকার দ্রুতই।