রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু

রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে পূর্ণিমা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পূর্ণিমা কেশরহাট পৌরসভার খড়পট্টির সুকুমারের স্ত্রী।
মৃত নারীর স্বজনরা জানিয়েছেন, কয়েকদিন ধরে জ্বর-সর্দি-কাশি ছাড়াও শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় ভুগছিলেন ওই নারী। অবস্থার অবনতি হলে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের সময় রোববার (১৯ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে পথেই তার মৃত্যু হয়। 
মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল কবির বলেন, গভীর রাতে রোগীর শ্বাসকষ্ট বেড়ে গেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। রামেক হাসপাতালে নেয়ার পথেই রোগী মারা যান। এর পর পরিবারের সদস্যরা তার মরদেহ আবারও মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রাতেই তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়।
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে সৎকার করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *