করোনা প্রাণ কেড়ে নিলো আরও এক পুলিশ সদস্যের
![]() |
নিহত পুলিশ সদস্য নাজির উদ্দিন (৫৫)। |
আজ শুক্রবার (১লা মে) সকাল ৮টার দিকে ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাজির উদ্দিন (৫৫) নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন, হাসপাতালের পরিচালক হাসান উল হায়দার।
নিহত নাজির উদ্দিন পুলিশের সদস্য বিশেষ শাখায় (এসবি) উপপরিদর্শক (এসআই) হিসেবে কাজ করতেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, শারীরিক অন্যান্য আরও জটিলতা ছিল।
পুলিশ জানায়, এসআই নাজিরের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাংগুরা থানার কাজিটোলা গ্রামে। রাজারবাগে জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।
বিভিন্ন সূত্র হতে জানাযায়, এক সপ্তাহ আগে তার করোনার উপসর্গ দেখা দেয়। গত ২৫ এপ্রিল তার নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে আসে। তাতে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত। নাজির ১৯৮৩ সালে পুলিশে যোগ দেন। ২০১৩ সাল থেকে বিশেষ শাখায় দায়িত্ব পালন করছিলেন।