গভীর রাতে কিশোরী মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে লম্পট পিতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নে এক ১৬ বছরের কিশোরী মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লম্পট বাবাকে সারোয়ার হোসেন (৪৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কশিগাড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে।
ওই ঘটনায় ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মামলা করেন। আসামি সারোয়ার হোসেন কশিগাড়ি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, ‘ঘটনার দিন মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে একই ঘরে মা, বাবা এবং মেয়ে ঘুমিয়ে পড়েন। মা এবং মেয়ে খাটের ওপরে এবং বাবা মেঝেতে শুয়ে ছিলেন। এক পর্যায়ে গভীর রাতে বাবা ধর্ষণের চেষ্টা করলে মেয়ে চিৎকার দেন। মেয়ের চিৎকারে মাও চিৎকার দিতে থাকেন। এ সময় প্রতিবেশিরা ঘটনাস্থলে এসে ভুক্তভোগীর বাবাকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাবাকে আটক করে নিয়ে থানায় আসে।’
বুধবার দুপুরে আটককৃত ওই ব্যক্তিকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।