নিজস্ব সংবাদদাতা:: লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে ত্রাণ চাইতে গিয়ে যৌন নিপীড়নের শিকার হয়েছেন এক নারী।
করোনার প্রভাবে বিপর্যস্ত খানু বেগম স্বামীর মৃত্যুর পর থেকেই তার ৩ মেয়ে ও এক ছেলে নিয়ে দারিদ্রের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছেন।
ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, ত্রাণ দেয়ার খবরে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহজান ওরফে কালুমুন্সীর বাড়িতে যান তিনি। এসময় তাকে কু-প্রস্তাব দেয়া হয়। পরে আবার ত্রাণের কথা বলে বাড়িতে ডেকে শ্লীলতাহানি করা হয়।
ভুক্তভোগী খানু বেগম ঘটনার পর লক্ষ্মীপুর সদর মডেল থানায় অভিযোগ করেছেন। তবে এ ঘটনায় কালু মুন্সির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
এসব অভিযোগ অস্বীকার করে কালু মুন্সি বলেন, এগুলা সব মিথ্যা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
তবে, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন ফিরোজ জানালেন অভিযুক্ত কালু মুন্সি ওয়ার্ড আওয়ামী লীগের কোনো পদে নেই।
তিনি বলেন, কালু মুন্সি আগে ৫নং ওয়ার্ড ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। যা গত ছয় মাস পূর্বে উক্ত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আসলে ঘটনাটা কি? সেটা ককি কোনো সাজানো ঘটনা না বাস্তবে কি নিয়ে এই ঘটনা সেটা আমাদের জানা দরকার।