ত্রাণ বন্টন নিয়ে কথা কাটাকাটি, আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা


অনলাইন ডেস্ক :: চট্টগ্রামের হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়নে বুধবার দিবাগত রাতে ত্রাণ বিতরণে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের মারধরে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই আওয়ামী লীগ নেতার নাম মো. বখতিয়ার সিকদার (৪৯)। নিহত বখতিয়ার সিকদার উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই এলাকার মনির আহমদের ছেলে।

নিহতের বড় ভাই ইউপি সদস্য মো. লোকমান বলেন, আমার ছোট ভাই বখতিয়ার সিকদার গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ত্রাণ বিতরণ কমিটির সচিব। তিনি মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিকদার বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় একই ওয়ার্ডের সৈয়দ আহসান উল্লাহ মিয়াজি বাড়ির আবদুল হালিমের ছেলে মো. রানা (২৮) তাদের এলাকায় সঠিকভাবে ত্রাণ বিতরণ হচ্ছে না এমন অভিযাগ করে। এ সময় ওই স্থানে উপস্থিত নিহত বখতিয়ার সিকদার অভিযোগকারী যুবক রানার বক্তব্যে আপত্তি জানায়। একপর্যায়ে উভয়ের মধ্যে কাথা কাটাকাটি শুরু হলে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়ে যায়।

যুবলীগ নেতা তারিকুল কালাম তুহিন জানান, বুধবার বিকাল ৫টার দিকে আগের দিনের কথাকাটাটির জেরে রানাসহ আরো ২-৪ জন বখতিয়ার সিকদারকে একা পেয়ে কিল-ঘুষি দিয়ে আহত করে। তাকে হাসপাতালে নেয়ার পর রাতে তার মৃত্যু হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে একই এলাকার যুবক রানা ও মুন্নাসহ আরো ২-৩ জনের কিল-ঘুষিতে আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সূত্র : ইউএনবি

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *