পর্নোগ্রাফি ছিলো সিলেট জৈন্তার সুমির পেশা!
নিজস্ব প্রতিনিধি:: পর্নোগ্রাফি ছিলো সুমির (৩০) পেশা কিন্তু রক্ষা হয়নি, আটকা পড়তে হয়েছে র্যাবের জালে। আটককৃত সুমির বাড়ি জৈন্তাপুরের কমলাবাড়ী মোকামটিলা গ্রামে। গতকাল (৮ মে) র্যাব অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
অভিযানকালে জৈন্তাপুর থানাধীন কমলাবাড়ী মোকামটিলা থেকে পর্নোগ্রাফি মামলার (জৈন্তাপুর থানার মামলা নং- ২০ -এর ) এজহারনামীয় মহিলা আসামি সুমি বেগমকে (৩০) আটক করা হয়। সুমি কমলাবাড়ী মোকামটিলা গ্রামের কয়েছ আহমদরে স্ত্রী। পরে সুমি বেগমকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাযায়।