বাড়িতে একা পেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, লম্পট গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবকের নাম খোকন (৩৫)। সে বেলকুচি উপজেলার মবুপুর নতুনপাড়া গ্রামের সুরুজ্জামান ওরফে কেরুর ছেলে। তার ঘরে দুই বিবাহিত স্ত্রী রয়েছে।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শিশু মেয়েটির মা বাদি হয়ে থানায় মামলা করায় সোমবার (১৮ মে) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃত খোকন শনিবার (১০ মে) দুপুরে প্রতিবেশী শিশুটির বাড়িতে গিয়ে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসলে সে পালিয়ে যায়। ঘটনার সময় ওই বাড়িতে শিশুটি ছাড়া আর কেউ ছিল না।

তিনি আরো বলেন, প্রযুক্তির ব্যবহার করে বেলকুচির সীমান্তবর্তী উল্লাপাড়া উপজেলা থেকে খোকনকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তারের পরই আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি ৩য় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সি ওই শিশুটিকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ডের পর স্বজনদের হেফাজতে দেয়া হয়েছে।

Similar Posts