মাদক সেবনে বাধা দেয়ায় অন্তঃসত্বাকে পেট্রোল ঢেলে আগুন, মৃত বাচ্চা প্রসব
মাদক সেবনে বাধা দেয়ায় কুষ্টিয়া শহরের কমলাপুরে ৮ মাসের অন্তঃসত্বা ছিলেন জুলিয়া খাতুনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বাড়ির মালিকের ছেলে।
আগুনে ওই নারীর শরীরের প্রায় ৮০ ভাগের বেশি ঝলছে গেছে। পুলিশ উদ্ধার করে তাদের খরচে ঢাকায় পাঠিয়েছে। এদিকে রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গত ৫ বছর ধরে ভাড়া থাকতেন কুষ্টিয়া শহরের কমলাপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বজলুল হকের বাড়িতে। বাড়ির মালিকদের সঙ্গে ছিলো সুসস্পর্ক।
গত ৩০শে এপ্রিল ঘটনার দিন বজলুল হকের বড় ছেলে রোকনুজ্জামান রনি নেশার টাকা না পেয়ে মায়ের সঙ্গে ঝামেলা করছিলো। এসময় বাড়িরওয়ালার ড্রয়িং রুমে বসে রনির মা অন্য ভাড়াটিয়ার সাথে জুলিয়া গল্প করছিলেন। জুলিয়া রনির মায়ের পক্ষ নিয়ে কথা বলায় রনি ক্ষিপ্ত হয়ে উঠে। এরপর রুম থেকে পেট্রোলের বোতল নিয়ে এসে আগুন ধরিয়ে দেয় জুলিয়ার গায়ে। এতে সে দৌড়ে গিয়ে খাটের ওপর শুয়ে পড়ে। এরপর রনির মা পাটের বস্তা দিয়ে তার গায়ে চাপা দিয়ে আগুন নেভায়।
পরে, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে অপারেশনের মাধ্যমে মৃত বাচ্চা প্রসব করেন তিনি। তার অবস্থাও ভালো না বলে জানান জুলিয়ার স্বামী মেহেদী হাসান।