অনলাইন ডেস্ক:: বাহিরের ইনফেকসাস ডিজিজ, যেগুলো বাতাসে ছড়ায়, সেগুলো থেকে রক্ষা পেতে ফেস মাস্ক বা মুখোশ বেশ সহায়ক। করোনাভাইরাস থেকে রক্ষা পেতেও এই ফেস মাস্ক বেশ ভূমিকা রাখতে পারে।
তবে মাস্ক ব্যবহারের রয়েছে কিছু নিয়ম-কানুন। মাস্ক যদি পরতেই হয় এবং এটা থেকে উপকার পেতে হয়, তবে সেটা পরতে হবে সঠিকভাবে। বদলাতে হবে নিয়মিত। এবং এগুলো যেখানে সেখানে ফেলা যাবে না, এক্ষেত্রেও নিরাপত্তা নির্দেশিকা মানতে হবে।
এ নিয়ে রংপুর মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডা. এস এম রওশন আলম তিনি যে পরামর্শ দিয়েছেন:
☞ সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা সবচেয়ে ভালো, যা ওয়ানটাইম ব্যবহার করতে হয়। এগুলোতে অনেকগুলো লেয়ার থাকে। তবে বাজারে এক লেয়ারের মাস্কও পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা ঠিক নয়।
☞ সার্জিক্যাল মাস্কের দুটি দিক থাকে। সামনের দিকটা একটু হালকা নীল রঙের এবং পেছনের দিকটা সাদা রঙের। সাদা অংশটা ফিল্টার, যা ভেদ করে জীবাণু ঢুকতে পারে না। যাঁরা সুস্থ আছেন এবং ভাইরাস বা জীবাণু প্রতিরোধ করতে চান, তাঁরা সাদা অংশটি বাইরে রেখেই মাস্ক ব্যবহার করবেন। কেননা সাদা অংশ দিয়ে ফিল্টার করেই বাতাস ভেতরে ফুসফুসে ঢুকবে। নীল অংশটি মুখের ভেতরে থাকবে। অথচ বেশির ভাগ মানুষই সাদা অংশটি মুখের ভেতরে রাখেন।
☞ তবে কেউ যখন ঠাণ্ডা, জ্বর, হাঁচি, কাশি বা অন্য কোনো রোগে আক্রান্ত, তখন নীল অংশটি বাইরে রেখে মাস্ক ব্যবহার করবেন। এতে তাঁর মুখ থেকে ক্ষতিকর কিছু বাইরে যেতে বাধা পাবে এবং অন্য কেউ সহজে আক্রান্ত হবে না।
☞ অনেকে মাস্ক পরার সময় নাক খোলা রেখে শুধু মুখ ঢেকে রাখে। এটা কিন্তু ঠিক নয়। বরং ওপরের মেটাল অংশটাকে নাকের সঙ্গে চেপে ও নিচের অংশটাকে থুতনির নিচে নিয়ে উভয়ই ঢেকে রাখতে হবে।
☞ অনেকে মাস্ক থুতনি পর্যন্ত খুলে রেখে কথাবার্তা বলেন। এটাও ঠিক নয়। এতে লেগে থাকা জীবাণু সহজেই দেহে ছড়িয়ে পড়ে।
☞ একই মাস্ক ঘরে রেখে দিয়ে দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়। নিয়ম হলো, একটি মাস্ক সর্বোচ্চ এক দিন ব্যবহার করে সেটাকে ধ্বংস করে দিতে হবে।
=====================================
আপনি জানেন কি বাজারে যেসব মাস্ক কিনতে পাওয়া যায় তার অধিকাংশই Anti-Bacterial নয়।
আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অরিজিনাল “Anti-Bacterial তিন স্তর বিশিষ্ট সার্জিক্যাল ফেস মাস্ক”
করোনা ভাইরাস ঝুঁকি এড়াতে ব্যবহার করুন “Anti-Bacterial তিন স্তর বিশিষ্ট সার্জিক্যাল ফেস মাস্ক”।
- এটির ব্যাকটেরিয়াল পরিস্রাবণ দক্ষতা 99%
- উপাদানঃ১ম স্তর Non Oven, ২য় স্তর Meltblown or Non woven Fabrics, ৩য় স্তর Non Oven Fabrics, 25gsm.
- নিঃশ্বাস ত্যাগকারী এবং শোষণকারী।
- থ্রেড বা ইলাস্টিক কানের লুপগুলির সাথে একটি নিখুঁত ফেসিয়াল ফিট।
তিন লেয়ার এবং নোজপিন বিশিষ্ট অরিজিনাল সার্জিকাল মাক্স ঘরে বসে অর্ডার করুন। আমরা আপনার বাড়িতে পৌঁছে দিব।
নারায়ণগঞ্জে ক্যাশ অন ডেলিভারি (পণ্য হাতে পেয়ে মুল্য পরিশোধ করুন)
➤ পাইকারি দামে খুচরা বিক্রয়।
➤ প্রতি পিস মাত্র ১৩ টাকা।
➤ মিনিমাম ৫০ পিস = ৬৫০ টাকা (এক বক্স) অর্ডার করতে হবে।
❝ অর্ডার করতে আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন। ❞
অথবা সরাসরি কল করুন:
☎ 01846200121
☎ 01634200121