যৌন চাহিদা কমলেও বেশি বয়সেই চরম তৃপ্তি অনুভব করেন মহিলারা!

অনলাইন ডেস্ক:: ক্যালিফরনিয়া ইউনিভার্সিটি, স্যান দিয়েগো স্কুল অফ মেডিসিনের বিশেষজ্ঞদের দাবি, বয়সের সঙ্গে সঙ্গেই মহিলাদের যৌনসুখানুভূতি বৃদ্ধি পায়। যৌন চাহিদা কমলেও বেশি বয়সেই চরম তৃপ্তি অনুভব করেন মহিলারা। 

মহিলাদের শরীর-স্বাস্থ্য সম্পর্কে সঠিক ধারণার স্বার্থেই অ্যামেরিকান জার্নাল অফ মেডিশিনের তরফে এক পরীক্ষা চালানো হয়। যার রিপোর্টে নারীদের চরম যৌনসুখের রহস্য সম্পর্কে তথ্য মিলেছে।

সাধারণত মেয়েদের অর্গাজম নিয়ে পুরুষদের ধারণা প্রায়ই সঠিক হয় না। অধিকাংশই মনে করেন, শুধুমাত্র সঙ্গম করলেই বা যৌনাঙ্গ স্পর্শ করলেই মহিলাদের যৌন তৃপ্তি মেলে। তবে তা সঠিক নয়।

এ পরীক্ষায় গবেষকরা মোট ৮০০ জন মধ্যবয়স্ক মহিলার উপর এই পরীক্ষা চালান। এদের মধ্যে ৬০% এর বেশি মহিলা, যাঁদের অর্গাজম সবচেয়ে বেশি ছিল, তাঁরা অধিকাংশই মধ্যবয়সী।

গবেষকরা জানিয়েছেন, মহিলাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে পরীক্ষার স্বার্থেই এই গবেষণা করা হয়েছে।

Similar Posts