নারায়ণগঞ্জ প্রতিনিধি :: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিজের আপন নাবালিকা মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে আব্বাস আলী (৪০) নামে এক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষণের শিকার ভিক্টিম মেয়ের মা জানান, আমার মেয়েকে তার বাবা ফাঁকা বাড়িতে একা পেয়ে বেশ কয়েকবার ধর্ষণ করেছেন। পরে গত বৃহস্পতিবার (০৪ জুন) এ ঘটনায় তিনি বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তথ্য সূত্রে জানা যায়, গত বুধবার (০৩ জুন) স্ত্রী কর্মস্থলে যাওয়ার সুযোগে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পুরাতন বান্টি গ্রামের আব্বাস আলী দুপুরে ফাঁকা বাড়িতে মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের পর মেয়ে পালিয়ে গিয়ে মায়ের কর্মস্থলে এসে তাকে সব ঘটনা খুলে বলেন। এ ঘটনা এলাকায় এ ঘটনা জানাজানি হলে গ্রামের স্থানীয় লোকজন ওই ধর্ষক বাবাকে ধরে মারধর করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, অভিযোগ পাওয়ার পর পরই বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে ওই ধর্ষক আব্বাস আলীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (০৫ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।