নিজস্ব প্রতিবেদক :: ফরিদগঞ্জে কলেজছাত্রীকে নির্জনে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ এবং পরে অশ্লীল নগ্ন ছবি তুলে বেশ কয়েকবার ধর্ষণের অভিযোগে আলী আকবর (৪৫) নামে এক ভন্ড গ্রাম্য কবিরাজকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার চর দু:খিয়ায় পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের।
ঘটনার অনুসন্ধানে জানা যায়, মেয়েটি ওই উপজেলার কালির বাজার কলেজের ছাত্রী। বিগত রমজানের মধ্যে ওই কলেজছাত্রী স্থানীয় কবিরাজ আলী আকবরের সন্তোষপুর গ্রামের বাড়ির পাশের একটি জমির খোঁজ নিতে গেলে ওই কবিরাজ তাকে কৌশলে বাড়ি ডেকে নিয়ে নির্জন ঘরে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তার অশ্লীল নগ্ন ছবি উঠিয়ে রাখে। আবার এই ছবি দেখিয়ে পরবর্তীতে তাকে আরো কয়েকবার ধর্ষণ করে ওই কবিরাজ।
সর্বশেষ গত শুক্রবার (১৫ মে) রাতে ওই কবিরাজ দুঃসাহসিকতায় তাদের ঘরে ঢুকে অস্ত্রের মুখে তার পরিবারের সদস্যদের কুপিয়ে হত্যার ভয় দেখিয়ে তাকে তাদের ঘরে আবারো ধর্ষণ করে। এনিয়ে বাড়াবাড়ি করলে ওই কবিরাজ অশ্লীল নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকিও দেয়।
এ ব্যাপারে ভিকটিম কলেজ ছাত্রী সোমবার (০১ জুন) ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
কলেজ ছাত্রীটি আরও জানায়, ওই কবিরাজ প্রভাবশালী হওয়ায় এলাকায় তার অপকর্মের বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহস দেখায় না। ফলে দিনের পর দিনে সে আমার সাথে এবং অন্যান্য নিরীহ মেয়েদের সাথে এই জঘন্য অশ্লীল আচরণ করে গেছে।
ঘটনার এক পর্যায়ে স্থানীয় কিছু সাহসী লোকজনকে নিয়ে বিষয়টি জানালে তাদের সহযোগিতায় সোমবার (০১ জুন) দুপুরে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করি।
এদিকে কলেজ ছাত্রীর এমন অভিযোগ পেয়ে থানা পুলিশ বিকালে ওই কবিরাজকে সন্তোষপুর এলাকা থেকে আটক করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আব্দুর রকিব প্রতিবেদকে জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে কবিরাজকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নেওয়ার পক্রিয়া চলছে।