মাশরাফি বিন মুর্তজার পরিবারে আবারও করোনাভাইরাসের হানা। তবে, এবার করোনায় আক্রান্ত হলেন মাশরাফী বিন মুর্তজার বাবা-মাসহ পরিবারের চার সদস্য।
সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন জানিয়েছেন, ‘২৪ ঘণ্টায় জেলায় কোভিড নাইন্টিন পজিটিভ হওয়া ২৩ জনের মধ্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্যের পরিবারের সদস্যরা আছেন।’
তারা হলেন:- মাশরাফীর বাবা গোলাম মুর্তজা, মা হামিদা মুর্তজা, ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া ও মামী কামরুন্নাহার। তবে, তাদের শারীরিক কোনো জটিলতা না থাকায় সবাই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
‘গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। আক্রান্তের ২৪ দিন পর কয়েক দফা পরীক্ষা শেষে করোনা নেগেটিভ হন তিনি। মাশরাফির পর করোনায় আক্রান্ত হন তার ছোট ভাই মোরসালিন ও স্ত্রী সুমনা হক। পরবর্তীতে সাবেক অধিনায়কের ছোট ভাই ও স্ত্রী করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে।’