পূর্ণিমার সেই ১৫ সেকেন্ডের ভিডিওতে যা ছিল

মাত্র ১৫ সেকেন্ডের একটি ভিডিও। তাতেই ঘুম হারাম লাখো ভক্তের। আর সেটি হয়তো আরো বেশি হয়েছে ঢাকাই ছবির ইনোসেন্ট নায়িকা পূর্ণিমার হওয়ার কারণে।


অভিনয়ে আগের মতো একটা ব্যস্ত না থাকলেও এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই বেশ সক্রিয়। ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও রয়েছে তার সরব উপস্থিতি। সম্প্রতি ১৫ সেকেন্ডের একটি ভিডিও আপলোড দেন পূর্ণিমা। ওই ভিডিওতে একটি হিন্দি গানের সঙ্গে ঠোঁট মেলান তিনি।

পূর্ণিমার ওই ভিডিও নিয়ে ভক্তরা যেমন পুলকিত হয়েছেন, অনেকেই আবার মন্তব্য করে বলেছেন, পূর্ণিমার মতো একজন হার্টথ্রম অভিনেত্রীর টিকটক প্লাটফর্মে আসা উচিত নয়। তবে এ মন্তব্যের কোনো যুক্তি দেখাননি ভক্তরা।

মাত্র ১৫ বছর বয়য়ে ১৯৯৭ সালে নবম শ্রেণিতে পড়ার সময় পূর্ণিমা অভিনীত ‘এ জীবন তোমার আমার’ ছবিটি মুক্তি পেলে রাতারাতি সবার নজর কাড়েন নায়িকা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে চলচিত্রের পাশাপাশি ছোট পর্দায়ও অনেক কাজ করেছেন তিনি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *