লজ্জা মুমীনের অলংকার – আরিফুল হক এনামী
তাই আমাদের উচিত নিজেই লজ্জাশীল হওয়া ও সন্তানদেরও লজ্জাশীল করে গড়ে তোলা। আল্লাহ আমাদের তাওফীক দাও।
তাই আমাদের উচিত নিজেই লজ্জাশীল হওয়া ও সন্তানদেরও লজ্জাশীল করে গড়ে তোলা। আল্লাহ আমাদের তাওফীক দাও।
বলা হয় মেয়েদের মনের হদিস নাকি পাওয়া যায় না। তারা নাকি মনের সমস্ত কথাই গোপন রাখতে পছন্দ করেন। এমনকি, শুধু বিয়ের আগেই নয়, বিয়ের পরেও মেয়েরা তাদের এই অভ্যাস বজায় রাখেন। এর জন্য অনেক সময় তাদের সঙ্গীকেও নানারকম সমস্যায় পড়তে হয়। জেনে নিন কোন কোন বিষয় মেয়েরা লুকিয়ে রাখতে পছন্দ করেন : ১. শারীরিক সমস্যার…
যে পাঁচটি অঙ্গ বড় হলে আমাদের দেশে যুবতীদের দেবীরুপে গণ্য করা হয়। হিন্দু ধর্মাবলম্বীরা যুবতীদের দেবীর অপর রুপ বলেই মনে করেন। এই জগতে মহিলারা না থাকলে মনুষ্য প্রজাতিই বিলুপ্ত হয়ে যেত। কিন্তু আজ বর্তমানে একুশ শতকের ঘোর কলিযুগে এসেও সমাজে মহিলাদের অবস্থা খুবই খারাপ। এখনও অনেক এমন মানুষ আছে যারা মেয়ের জন্মানোকে কোন অভিশাপের থেকে…
অনলাইন ডেস্কঃ বাবা-মা দাঁড়িয়ে থেকে মেলায় বিবাহযোগ্য কুমারী মেয়ের জন্য দর হাঁকেন। এ এক অদ্ভুত মেলা! সদ্য যৌবনপ্রাপ্ত মেয়ে থেকে শুরু করে বিভিন্ন বয়সের মহিলারা এই মেলায় অংশ নেন স্রেফ জীবনসঙ্গীকে খুঁজে বের করতে। তবে শর্ত একটাই, বিবাহেচ্ছু মহিলাদের কুমারী হওয়াটা বাধ্যতামূলক। কোন পাত্রী কেমন দর পাবেন, তা নির্ভর করে তাঁর সৌন্দর্য থেকে শুরু করে সাজপোশাক, আচার ব্যবহারের…
গাইবান্ধা প্রতিবেদক : গাইবান্ধার ফুলছড়িতে গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের প্রত্যন্ত দক্ষিণ সন্যাসীর চর গ্রামে গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারিয়েছেন এক লম্পট। ওই লম্পট ধর্ষকের নাম রুহুল আমিনকে (৪৫)। পাঁচ সন্তানের জনক রুহুল আমিন। আহত অবস্থায় বৃহস্পতিবার তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গৃহবধূ তার সম্ভ্রম বাঁচাতে ধারালো ব্লেড দিয়ে রুহুল আমিনের পুরুষাঙ্গ…
পুলিশের কঠোরতার বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ব্যাপক চিৎকার চেঁচামেচির ফলে মহাপরিদর্শকের নির্দেশে পুলিশ এখন সফটলাইনে অবস্থান করছে।মানে লাঠি ফেলে দিয়ে অনুরোধ কাকুতি মিনতির আশ্রয় নিয়েছে। এতে পাব্লিক খুবই হ্যাপি। থোরাই কেয়ার করে বীর দর্পে দাপিয়ে বেড়াচ্ছে।ফলশ্রুতিতে দেশ তার চিরচেনা প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। এজন্য অনলাইনের মায়াবান, মায়াবতী এক্টিভিস্ট এবং কতিপয় সাংবাদিক ( অনেক চ্যানেল নিউজ পেপারই আইনশৃঙ্খলা…
স্তনের বৃদ্ধি ঠেকাতে কিশোরীদের বুকে গরম পাথর দিয়ে আয়রন করার আফ্রিকান এক পদ্ধতির দিকে ঝুঁকে পড়েছে ব্রিটেন। পুরুষের অনাকাঙ্ক্ষিত চাহনি, যৌন হয়রানি ও ধর্ষণের হাত থেকে বাঁচাতে কিশোরীদের বুকে গরম এই পাথর আয়রন ব্রিটেনে ছড়িয়ে পড়ছে। লন্ডন, ইয়র্কশায়ার, অ্যাসেক্স ও পশ্চিম মিডল্যান্ডের কমিউনিটির কর্মীরা দেশটির প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানকে এসব তথ্য দিয়েছেন। বেদনাদায়ক, নিপীড়নমূলক ও…