সরকারি চাকরি দেখে পাত্রকে জোর করে শালী যৌতুক দিলো কনের পরিবার


যৌতুক প্রথা একটি অতি প্রাচীন কু প্রথা! তাও এই প্রথাকে এক প্রকার মানুষ যুগযুগ ধরে যৌতুক দেয়া নেওয়ার মাধ্যমে ধরে রেখেছেন। প্রথমদিকে যৌতুক চেয়ে নেওয়া হলেও, এখন তাদের কথা হলো ছেলে এবং তার পরিবারের চাহিদা বুঝে নিজের ইচ্ছে মতো দিয়ে দেয়া।

রফিক মিয়ার দুই মেয়ে সাদিয়া ও সামিয়া। সাদিয়া তার বড় মেয়ে, এবং তার বিয়ে ঠিক হয় সরকারি চাকরিজীবী রাসেদের সাথে। জামাই সরকারি চাকরিজীবী দেখে খুশি হয়ে, ছোট মেয়েকে যৌতুক হিসেবে দিতে চান রফিক মিয়া।


অতঃপর পাত্রকে জোর করে শালী যৌতুক দিলেন কনের পরিবার!

Similar Posts