Bkash cash back offer !! বিকাশ অ্যাপে ১১ টাকা রিচার্জে ১৬ টাকা ক্যাশব্যাক !! Bkash offers

 

Bkash cash back offer !! বিকাশ অ্যাপে ১১ টাকা রিচার্জে ১৬ টাকা ক্যাশব্যাক !! Bkash offers
Add caption

হ্যালো! এই লিংক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে লগ ইন করলে পাবেন ডাবল বোনাস! প্রথম বার অ্যাপ লগ ইনে পাবেন ২৫ টাকা বোনাস এরপর অ্যাপ থেকে প্রথম বার ২৫ টাকা মোবাইল রিচার্জ করলে পাবেন আরও ৫০ টাকা বোনাস !

 

বিকাশ অ্যাপ ডাউনলোড


 বিকাশ অ্যাপে ১১ টাকা রিচার্জে ১৬ টাকা ক্যাশব্যাক!বিজয়ের মাসে অ্যাপ থেকে ১১ টাকা মোবাইল রিচার্জ বিকাশ করলেই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যেকোনো বিকাশ গ্রাহক অ্যাপ থেকে নিজের কিংবা প্রিয়জনের নাম্বারে ১১ টাকা মোবাইল রিচার্জ বিকাশ করলেই পাচ্ছেন ১৬ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অফারের সময়সীমা: ১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ পাওয়া পর্যন্ত। অফারের বিস্তারিত: যেকোনো গ্রাহক বিকাশ অ্যাপ থেকে ১১ টাকা মোবাইল রিচার্জ করলে ১৬ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। অফারের লিমিট: অফার চলাকালীন একজন একবারই ক্যাশব্যাক পাবেন। লেনদেন চ্যানেল: অ্যাপ থেকে মোবাইল রিচার্জ বিকাশ করতে হবে। অফারের শর্তাবলী: অফার পেতে নির্দিষ্ট সার্ভিস ব্যবহার করে একবারে নির্ধারিত অ্যামাউন্টের লেনদেন করতে হবে। বিকাশ একাউন্ট থেকে সফল লেনদেনের মাধ্যমে ক্যাশব্যাক পাওয়া যাবে। ক্যাশব্যাক পেতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সক্রিয় থাকতে হবে। গ্রাহকের একাউন্টের স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/ অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার ৭ কর্মদিবস পর ১বার ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে বিকাশ। সকল উপায়ই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক ক্যাশব্যাক অফারের জন্য আর বিবেচিত হবেন না। বিকাশ কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের সময়সীমা কমাতে/বাড়াতে অথবা নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এরূপ কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কর্তৃক ক্যাশব্যাক সুবিধার অপব্যবহার হয়েছে, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক পে আউট বাতিলের অধিকার সংরক্ষণ করে। ক্যাশব্যাক বিতরণ সফলভাবে সম্পন্ন হলে গ্রাহককে SMS এর মাধ্যমে অবহিত করা হবে।

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *