| | | | | | | |

মোবাইল রুট করার নিয়ম – (রুট করার সফটওয়্যার) HOW TO ROOT YOUR ANDROID PHONE

 

মোবাইল রুট করার নিয়ম – (রুট করার সফটওয়্যার) HOW TO ROOT YOUR ANDROID PHONE

বন্ধুরা আজকে আমরা জানবো মোবাইল রুট করার নিয়ম সম্পর্কে। বর্তমানে অনেকে স্মার্টফোন ব্যবহার করে কিন্ত Android mobile root করার নিয়ম কি বা কিভাবে মোবাইল রুট করবেন সেটা জানে না। মনে রাখবেন, নিজের এন্ড্রয়েড মোবাইল রুট করাটা কিন্ত সবার জন্য জরুলি না। আপনি যদি নিজের মোবাইলে কিছু experiments করতে চান এবং performance বাড়িয়ে নিয়ে মোবাইলকে আরো শক্তিশালী করতে চান, তাহালে একবার রুট করে দেখতে পারেন। অনেক টেকনিক্যাল ভাবে জ্ঞান রাখা মানুষরা mobile root করেন। তবে, আপনি যদি সাধারন একজন লোক হয়ে থাকেন এবং টেকনিক্যাল ভাবে আপনার যদি তেমন কোনো জ্ঞান না থাকে তাহালে মোবাইল রুট করে তেমন কোনো লাভ হবে না। তবে, এন্ড্রয়েড মোবাইল রুট করার পরে আপনি এমন কিছু মজার অ্যাপস ব্যবহার করতে পারবেন যেগুলো আগে ব্যবহার করতে পারতেন না। তাহালে চলুন নিচে থেকে জেনে আসি রুট কি? বা রুট কাকে বলে এবং মোবাইল রুট করার নিয়ম এর ব্যাপারে। রুট কি? (What is root) বর্তমানে রুট শব্দটি আমাদের কাছে এতোটাই পরিচিত হয়ে গেছে যে এটাকে আমরা রুট ইউজার বলার পরিবর্তে সরাসরি রুট বলি। সহজ ভাবে বলা যায়, রুট হলো একটি এ্যাডমিনিষ্ট্রেটর বা প্রশাসক। এটার বাংলা অর্থ হলো গাছের শিকড়। আসলে রুট বলতে সেই পারমিশনকে বুঝায় যেটার মাধ্যমে ব্যবহারকারীকে সর্বময় ক্ষমতার অধিকারী করে তোলা হয়। মোবাইল রুট করার নিয়ম কম্পিউটার ছাড়া আগের সময়ে যখন কেউ রুট করার কথা ভাবতো তখন কম্পিউটার প্রয়োজন হতো। কিন্ত বর্তমানে আপনি রুট করার জন্য এমন অনেক ধরনের rooting apps পেয়ে যাবেন যার মাধ্যমে ৫ মিনিটের মধ্যে নিজের এন্ড্রয়েড ডিভাইস রুট করে নিতে পারবেন। মোবাইল রুট করার নিয়ম কম্পিউটার ছাড়া।। আগের সময়ে যখন কেউ রুট করার কথা ভাবতো তখন কম্পিউটার প্রয়োজন হতো। কিন্ত বর্তমানে আপনি রুট করার জন্য এমন অনেক ধরনের rooting apps পেয়ে যাবেন যার মাধ্যমে ৫ মিনিটের মধ্যে নিজের এন্ড্রয়েড ডিভাইস রুট করে নিতে পারবেন। এ বিষয়ে তিন বছর আগে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করেছিলাম আপনারা চাইলে নিচে থেকে সে ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন।। 

 কিংরুট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য নিচের লিংকের উপর ক্লিক করুন।

 


Similar Posts