ঘূর্ণিঝড় চিত্রাং গতিপথ এবং অবস্থান লাইভ দেখুন । Check Cyclone Sitrang track and location live.
ঘূর্ণিঝড় চিত্রাং গতিপথ এবং অবস্থান লাইভ দেখুন । Check Cyclone Chitrang track and location live.
Cyclone Sitrang: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় অবস্থান করছে সিত্রাং?
Weather Update: আমফান, ইয়াসের পর, রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। শক্তি বাড়িয়ে আন্দামান সাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ।
আমফান, ইয়াসের পর, রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang)। শক্তি বাড়িয়ে আন্দামান সাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ।
পোর্ট ব্লেয়ার থেকে ১১০ কিমি উত্তর-উত্তর পশ্চিমে অবস্থান করছে নিম্নচাপ। সাগরদ্বীপ থেকে ১ হাজার ৪৬০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। সোমবার সকালে গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। মঙ্গলবার সকালে বাংলাদেশ উপকূলের উপর দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড়।
২৪-২৫ অক্টোবর দুই ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৪-২৫ অক্টোবর দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৫ অক্টোবর দুই ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
২৪ অক্টোবর সর্বোচ্চ ৬৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ২৫ অক্টোবর দুই ২৪ পরগনায় সর্বোচ্চ ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। সুন্দরবন এলাকায় ফেরি পরিষেবা বন্ধ থাকবে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ধেয়ে আসার আশঙ্কা। উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে প্রস্তুতি। সুন্দরবন কোস্টাল থানার তরফে মাইকে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি, নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে, কাছাকাছি ফ্লাড সেন্টারে আশ্রয় নিতে বলা হয়েছে।
নিম্নচাপের অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিক। পরে অভিমুখ বদলে উত্তর-পূর্ব দিকে এগোবে ঘূর্ণিঝড় হিসাবে। প্রথমে ওড়িশা, তারপর পশ্চিমবঙ্গের উপকূল স্পর্শ করে ঘূর্ণিঝড় যাবে বাংলাদেশের দিকে। ২৫ অক্টোবর সকালে বাংলাদেশ উপকূল পেরবে।
সুন্দরবন এলাকায় ঝড়ের প্রভাব বেশি হবে। উপকূল সংলগ্ন সুন্দরবন অঞ্চলে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার। কখনও কখনও তা পৌঁছে যেতে পারে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
যেকোনো সময় যে কোন ঘূর্ণিঝড় অথবা নিম্নসাফের লাইভ আপডেট এবং গতিপথ এবং অবস্থান দেখুন নিচের লিংকে ক্লিক করে
cyclone sitrang update,cyclone sitrang,sitrang cyclone,sitrang cyclone update,cyclone sitrang path,cyclone setrang,cyclone sitrang 2022,cyclone sitrang news today,cyclone sitrang news update,super cyclone sitrang,cyclone sitrang update news,cyclone sitrang update today,cyclone sitrang today,sitrang cyclone news today bengali,cyclone sitrang live,cyclone sitrang news,cyclone sitrang track,odisha cyclone,cyclone citrang update,sitrang cyclone 2022